Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

"মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ সবজি উপহার"


সিটিজেন চার্টার

 

ক্রম

কার্যক্রম

বিবরণ

পরামর্শ প্রদান

উপজেলার ০৯টি ইউনিয়নে ও ০১টি পৌরসভায় ২০টি ব্লক রয়েছে। প্রত্যেক ব্লকে ১টি করে পরামর্শ কেন্দ্র রয়েছে। তারপর মাঠে গিয়ে কৃষকদেরকে তাদের প্রয়োজনমত ব্যক্তিগত বা দলীয়ভাবে পরামর্শ প্রদান করে থাকে। উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার নিয়মিত ও এসএএওদের প্রয়োজনে মাঠ পরিদর্শন করেন ও পরামর্শ প্রদান করেন। তাছাড়া এসএএও নিয়মিত ইউনিয়ন পরিষদে যান এবং কৃষকদের পরামর্শ প্রদান করে থাকেন।

কৃষক প্রশিক্ষণ

প্রদর্শনীর আওতাভূক্ত কৃষকসহ অন্যান্য কৃষকদেরকে উপজেলায় এবং মাঠের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মৌসুমওয়ারী বিনামূল্যে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমন্বিত বালাই ব্যবস্থাপনা

বালাই দমনের জন্য সারাবছর ধরে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হয়। সেগুলোর মধ্যে নিয়মিত জমি পরিদর্শন করা, হাতজাল ব্যবহার, পার্চিং, অতন্ত্র জরীপ, আয়েসা করা, আলোর ফাঁদ স্থাপন ইত্যাদি অন্যতম।

কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন

কৃষি সম্প্রসারণ কম্পোনেন্ট প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন অত্যান্ত চমৎকার একটি কাজ। স্কুলে ২৫টি পরিবার থেকে ২৫জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। বোরো অথবা আমন মৌসুম ব্যাপী উক্ত প্রশিক্ষণ চলতে থাকে। মোট ১৪টি সেশনের মাধ্যমে স্কুল সমাপ্ত করা হয়। স্কুল সমাপ্ত হওয়ার পর একটি মাঠ দিবস ও কৃষক ক্লাব উদ্বোধন করা হয়। এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ চলতে থাকে।

উন্নত/নুতন প্রযুক্তি বা ফসলের জাত সম্প্রসারণ

গবেষণা প্রতিষ্ঠান হতে আবিস্কৃত নুতন প্রযুক্তি/ জাত সম্প্রসারণের জন্য চাষী পর্যায়ে প্রদর্শনী স্থাপন, বিএডিসির বীজ বিক্রয়ে সহায়তা প্রদান ও পরামর্শ প্রদানের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কৃষি মেলা, মাঠদিবস, মাল্টিমিডিয়া ব্যবহার করে দলীয় আলোচনার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

সার ডিলার নিয়োগ

পদ শুন্য থাকা সাপেক্ষে বিসিআইসি সার ডিলারের নিয়োগে সহায়তা দান, খুচরা সার বিক্রেতা নিয়োগ প্রদান করা হয়।

বালাইনাশক লাইসেন্স প্রদান

পাইকারী ও খুচরা বালাইনাশক বিক্রয়ের লাইসেন্স প্রদান করতে সর্বাত্নক সহযোগীতা করা।

ভূর্তকি প্রদান বা কৃষি উপকরণ সহায়তা

সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বীজ, টাকা ইত্যাদি ভূর্তকী হিসেবে কৃষকদের প্রদান করা হয়।

কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা

কোন কৃষক ব্যাংক হতে ঋণ নিতে চাইলে তাকে সর্বাত্নক সহায়তা করা হয়।

১০

মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম

মাটি স্বাস্থ্য সুরক্ষার জন্য কম্পোস্ট, খামারজাত সার, সবুজ সার ইত্যাদি তৈরীতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা করা হয়। প্রকল্পের বরাদ্দ সাপেক্ষে প্রদর্শনী করা হয়।

" মুজিববর্ষের অঙ্গীকার,  কৃষি হবে দুর্বার "